তারিখঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং
নিয়োগ বিজ্ঞপ্তি
আরাফ ম্যানপাওয়ার লিমিটেড, আর.এল.নং-২২০০ এ নিম্নোক্ত পদসমূহে নির্ধারিত বেতনে এবং প্রচলিত বিধি অনুযায়ী দুইজন কর্মী নিয়োগ প্রস্তুতির নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে সরাসরি অফিসে এসে যোগাযোগ করার জন্য আহবান করা হলো।
ক্র.নং | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন |
০১ | হিসাব রক্ষক | প্রার্থীকে অবশ্যই এইচ.এস.সি পাস হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শি হতে হবে। রিক্রুইটিং এজেন্সিতে কাজ করার অভিজ্ঞতা ও হিসাব রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। | আলোচনা সাপেক্ষে |
০২ | টিকিটিং ও রিজার্ভেশন এক্সপার্ট | প্রার্থীকে অবশ্যই এস.এস.সি পাস হতে হবে এবং নিম্নোক্ত বিষয়ে ট্রেইনিং প্রাপ্ত হতে হবে। 1. Use IATA Geography, Coding and Terminology 2. Perform Airline Reservation using Global Distribution System (GDS-Galileo, Amadeus, Sabre) 3. Calculate the fare 4. Issue Ticket 5. Customer service skill development 6. Interpersonal communication skills উক্ত কাজে প্রার্থীকে অবশ্যই দুই বছরে প্রাথিষ্ঠানিক অভিজ্ঞতা থাকতে হবে। | আলোচনা সাপেক্ষে |
০১। প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।
০২। প্রার্থীকে অবশ্যই উপরে বর্ণিত সকল শর্ত অনুযায়ী যোগ্যতা থাকতে হবে।
০৩। প্রার্থীকে অবশ্যই সার্টিফিকের ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড, সিভি নিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করতে হবে।
০৪। সকল প্রার্থীকে আগামী ০১ অক্টোবর ২০২৪ ইং তারিখে সকাল ১০.০০ ঘটিকায় আরাফ ম্যানপাওয়ার লিমিটেড (আর.এল.নং-২২০০), গালফ টাওয়ার (লিফটের-০৮), ৩০ পুরানা পল্টন লেইন, পল্টন, ঢাকা-১০০০, এই ঠিকানায় যোগাযোগ করার জন্য আহবান করা হলো।
০৫। বিস্তারিত জানতে সরাসরি অফিসে যোগাযোগ করেন অথবা কল করুন……………………………
আক্তারুজ্জামান মোল্যা কুদ্দুস ম্যানেইজিং ডিরেক্টর আরাফ ম্যানপাওয়ার লিমিটেড +880 1970-111005 | মোঃ শরীফ হোসেন ম্যানেজার আরাফ ম্যানপাওয়ার লিমিটেড +880 1833-566412 |
অনুলিপিঃ
১। আরাফ ম্যানপাওয়ার লিমিটেড (গালফ টাওয়ার, (লিফটের-০৮), ৩০ পুরানা পল্টন লেইন, পল্টন, ঢাকা-১০০০।
২। আরাফ ম্যানপাওয়ার লিমিটেডের সম্মানিত সকল সদস্য।
৩। নোটিশ বোর্ড, আরাফ ম্যানপাওয়ার লিমিটেড।
৩। ওয়েব সাইট (www.arafmanpower.com)।
৪। ফেইসবুক পেইজ (facebook.com/arafmanpower)।

